সেমিস্টার:
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি শিক্ষাবর্ষকে আমরা দুটি সেমিস্টারে ভাগ করেছি।
- ১ম সেমিস্টার শাওয়াল থেকে রবিউল আউয়াল মাস পর্যন্ত।
- ২য় সেমিস্টার রবিউল আউয়াল থেকে শাবান মাস পর্যন্ত।
এছাড়া প্রতিটি সেমিস্টারের মাঝে অন্তর্বর্তীকালীন একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
# জামাত সমূহ:
১ম বর্ষ থেকে ৫ম বর্ষ (শরহে বেকায়া) পর্যন্ত।
# ১ম বর্ষ:
এ বর্ষে একজন তালিবে ইলমকে আরবি ভাষা শেখার কালজয়ী গ্রন্থ "এসো আরবি শিখি" পূর্ণ পাঠদানের মাধ্যমে আরবি ভাষা শেখানো হয়। পাশাপাশি আরবি সাহিত্য, আরবি ব্যাকরণের মৌলিক শিক্ষাও দেওয়া হয়। এবং আরবি-বাংলা হস্তাক্ষর যত্নের সাথে শেখানো হয়। জেনারেল সাবজেক্ট হিসেবে পড়ানো হয় বেফাক প্রণিত ৪র্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই।
- কদীম নেসাবের সমমানের শ্রেণি তাইসির-মিজান।
- ভর্তিযোগ্যতা: কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে পড়তে পারে, জেনারেল সাবজেক্ট ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে এমন শিক্ষার্থীরা এ বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারে।
# ২য় বর্ষ:
এ বর্ষে একজন তালিবে ইলমকে আরবি ব্যাকরণ (নাহু-সরফ), আরবি সাহিত্য, কুরআনের নির্বাচিত আয়াতের তরজমা, শব্দবিশ্লেষণ, বাক্যবিশ্লেষণ, তারকীব, ফিকহ (মাসআলা-মাসায়েল), উর্দু ভাষার প্রাথমিক বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়, এবং বেফাক প্রণিত ৫ম শ্রেণির বাংলা ইংরেজি ও গণিত বই পাঠ করা হয়। বিশেষভাবে নির্বাচিত হাদিস মুখস্থ করানো হয়।
- কদীম নেসাবের সমমানের শ্রেণি নাহবেমির।
- ভর্তিযোগ্যতা: ১ম বর্ষে উত্তীর্ণ তালিবে ইলম এ বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারে।
# ৩য় বর্ষ:
এ বর্ষে একজন তালিবে ইলমকে বিভিন্ন বিষয়ে আরবির মৌলিক কিতাবাদি পড়ানো হয়। যেমন, হেদায়াতুন্নাহু, কুদুরি, মুখতারাত ইত্যাদি। এবং আরবি অলঙ্কার শাস্ত্র বালাগাত পড়ানো হয় এ বর্ষে। উর্দু ভাষা ও হাতের লেখাও শেখানো হয়। এছাড়া রিয়াদুস সালেহীন কিতাব থেকে নির্বাচিত হাদিস মুখস্থ করানো হয়।
- কদীম নেসাবের সমমানের শ্রেণি হেদায়াতুন্নাহু।
- ভর্তিযোগ্যতা: ২য় বর্ষে উত্তীর্ণ তালিবে ইলম এ বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারে।
৪র্থ বর্ষ:
এ বর্ষে একজন তালিবে ইলমকে সরাসরি কুরআনে কারীম থেকে ১৫ পারা তরজমা শেখানো হয়। এছাড়া নাহু, উচ্চতর বালাগাত শাস্ত্র, মানতেক (তর্কশাস্ত্র), আরবি সাহিত্য, ফিকহ, উসুলে ফিকহ, উর্দু ভাষায় রচিত বিভিন্ন কিতাব ইত্যাদি পাঠদান করা হয়। পাশাপাশি রিয়াদুস সালেহীন কিতাব থেকে নির্বাচিত হাদিস মুখস্থ করানো হয়।
- কদীম নেসাবের সমমানের শ্রেণি কাফিয়া।
- ভর্তিযোগ্যতা: ৩য় বর্ষে উত্তীর্ণ তালিবে ইলম এ বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারে।
# ৫ম বর্ষ:
এ বর্ষে একজন তালিবে ইলমকে অবশিষ্ট ১৫ পারা কুরআন তরজমা সরাসরি কুরআন থেকে শেখানো হয়। এছাড়া উচ্চতর আরবি সাহিত্য, ফিকহ, উসুলে ফিকহ, মিরাছ শাস্ত্র, বালাগাতের প্রাচীন গ্রন্থ থেকে বালাগাত শাস্ত্র ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়।
- কদীম নেসাবের সমমানের শ্রেণি শরহে বেকায়া।
- ভর্তিযোগ্যতা: ৪র্থ বর্ষে উত্তীর্ণ তালিবে ইলম এ বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারে।